তোমাকে মনে পড়ে
--কামরুন নেসা লাভলী
তোমাকে মনে পড়ে
সফল এবং ব্যর্থতায়,
তোমাকে মনে পড়ে
কোলাহলে কি নিশুতে,
তোমাকে মনে পড়ে
সংকীর্ণ ও বিস্তৃতে,
তোমাকে মনে পড়ে
গভীর অরন্য কিংবা জন সমুদ্রে,
তোমাকে মনে পড়ে
কঠিন যন্ত্রনায় কিংবা সুতীক্ষ্ণ বেদনায়,
তোমাকে মনে পড়ে
তীব্র গঞ্জনায় এবং সূদীর্ঘ সাধনায়,
তোমাকে মনে পড়ে
জ্যোৎস্নার আঁধার রাতে কিংবা,
শিশির ঝড়া শিউলি সকালে
তোমাকে মনে পড়ে,
অধীর আগ্রহে কিংবা নিরুৎসাহ গোপনে
তোমাকে মনে পড়ে,
হাসির ঝলকে কিংবা অঝোর ক্রন্দনে
তোমাকে মনে পড়ে
তীব্র --------- এবং প্রচন্ড ভালোবাসায় ।।