ঢাকা | বঙ্গাব্দ

নিখোঁজের চারদিন পরেও সন্ধান মিলেনি মাদ্রাসা ছাত্র তাইমের

নেত্রকোনার মদন উপজেলার জামিয়া ফয়যুল আবরার (বাগে মিজান) মাদ্রাসার ছাত্র-তাইম (১২) চারদিন আগে নিখোঁজ হলেও এখনো তার সন্ধান মিলেনি।
  • আপলোড তারিখঃ 16-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 6216 জন
নিখোঁজের চারদিন পরেও সন্ধান মিলেনি মাদ্রাসা ছাত্র তাইমের ছবির ক্যাপশন: তাইম ও জিডি
ad728



নিজস্ব প্রতিনিধি:

নেত্রকোনার মদন উপজেলার জামিয়া ফয়যুল আবরার (বাগে মিজান) মাদ্রাসার ছাত্র-তাইম (১২) চারদিন আগে নিখোঁজ হলেও এখনো তার সন্ধান মিলেনি। 


নিখোঁজ তাইম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার  নওয়াপাড়া ইউনিয়নের মাইজাকান্দি গ্রামের  শাহআলম মিয়ার পুত্র।


সূত্র জানায়, গত ১১ সেপ্টেম্বর রাত  আনুমানিক সাড়ে আটটায় সময় মদন থানাধীন ৭নং লায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামে তার খালা সাবিনা ইয়াসমিন রাবেয়ার বসত বাড়ী হতে মাদরাসা যাওয়ার পথে নিখোঁজ হয়। 


  

ছেলেটির গায়ের রং-শ্যামলা, মুখমণ্ডল হালকা লম্বা, উচ্চতা-৩'৫", হালকা পাতলা গড়ন, মাথার চুল-ছোট, পড়নে ছিল বেগুনি রংয়ের পাঞ্জাবি। সে নেত্রকোনা জেলার আঞ্চলিক ভাষায় কথা বলে।


এবিষয়ে মদন থানায় একটি  সাধারণ ডায়েরী (৬৩০) করা হয়েছে।


কোনো সুহৃদয়বান ব্যাক্তি ছেলেটির সন্ধান পাইলে-০১৭৭৯০২৪২৫৭ নাম্বারে যোগাযোগ করতে তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।