ঢাকা | বঙ্গাব্দ

মাদারীপুরের ডাসারে মানবপাচার চক্রের তিন সদস্য গ্রেফতার।

অবৈধ পথে ইউরোপ ও আমেরিকায়সহ বিভিন্ন দেশে মানবপাচার চক্রের মূলহোতা মো. মুকুল হাওলাদার-(৪২), তার সহযোগী অহিদ হাওলাদার-(৩০) ও সোহেল মাতুব্বর-(৩২)কে গ্রেফতার করেছে মাদারীপুরের ডাসার থানা পুলিশ।
  • আপলোড তারিখঃ 08-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 26161 জন
মাদারীপুরের ডাসারে মানবপাচার চক্রের তিন সদস্য গ্রেফতার। ছবির ক্যাপশন: গ্রেফতার করা মানবপাচার চক্রের তিন সদস্য
ad728


স্টাফ রিপোর্টার,মাদারীপুর :

অবৈধ পথে ইউরোপ ও আমেরিকায়সহ বিভিন্ন দেশে মানবপাচার চক্রের মূলহোতা মো. মুকুল হাওলাদার-(৪২), তার সহযোগী অহিদ হাওলাদার-(৩০) ও সোহেল মাতুব্বর-(৩২)কে গ্রেফতার করেছে মাদারীপুরের ডাসার থানা পুলিশ।

গ্রেফতারকৃত মুকুল হাওলাদার সদর উপজেলার কেন্দুয়া এলাকার গাজিরচর গ্রামের রেজ্জেক হাওলাদারের ছেলে ও অহিদ হাওলাদার একই গ্রামের আব্দুল হক হাওলাদারের ছেলে এবং সোহেল মাতুব্বর একই এলাকার কাউয়াকুড়ি গ্রামের বারেক মাতুব্বরের ছেলে। আজ বুধবার ভোররাতে ডাসার থানার ওসি মো. এহতেশামুল ইসলামের দিক নির্দেশনায় থানা পুলিশ অভিযান চালিয়ে ওই আসামীদেরকে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ ও মামলা সুত্রে জানা গেছে, মানবপাচারকারী চক্রের মূলহোতা মো. মুকুল হাওলাদার, তার সহযোগী অহিদ হাওলাদার ও সোহেল মাতুব্বরসহ বেশ কয়েকজন যুবক মিলে লিভিয়া দিয়ে ইতালী, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে ডাসার উপজেলার কোমলাপুরসহ দেশের বিভিন্ন এলাকার অসহায় পরিবারের কাছ থেকে নগদ কোটি-কোটি টাকা হাতিয়ে নিয়ে যায় ওই চক্রের সদস্যরা। পরে মুন্নি বেগম নামে একজন ভূক্তভোগী বাদি হয়ে গ্রেফতারকৃত ওই আসামীসহ ১০জনের নামে আদালতে একটি মামলা দায়ের করেন। পরে ডাসার থানার ওসি মো. এহতেশামুল ইসলামের দিক নির্দেশনায় থানা পুলিশ অভিযান চালিয়ে ওই তিনজন আসামীকে গ্রেফতার করেন।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. এহতেশামুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মানবপাচার মামলা থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং বাকী আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান