ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রামে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের উম্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে জাতীয় মৎস্যপক্ষ উদযাপন উপলক্ষে উম্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমূক্ত করেছে উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দল।
  • আপলোড তারিখঃ 23-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 26653 জন
অষ্টগ্রামে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের উম্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ ছবির ক্যাপশন: অষ্টগ্রামে জাতীয়তাবাদী উম্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান
ad728

অষ্টগ্রামে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের উম্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ


স্টাফ রিপোর্টার :


কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে জাতীয় মৎস্যপক্ষ উদযাপন উপলক্ষে উম্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমূক্ত করেছে উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দল।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার মসজিদজাম সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধলেশ^রী নদীতে এ মৎস্য পোনা অবমূক্ত করেন জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সদ্য সাবেক সদস্য সচিব ও মৎস্য পোনা অবমূক্তকরণ অনুষ্ঠানের প্রধান অতিথি আবদুর রহিম।

মৎস্য পোনা অবমূক্তকরণ শেষে উপজেলার আবদুল হামিদ অডিটরিয়মে উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সদস্য সচিব আমজাদ আহম্মেদ তান্নার সঞ্চালনায় ও আহবায়ক মাহফুজুল আলম খান দানা’র সভাপতিত্বে এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবুু, জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ভিপি (সুমন), জেলা মৎস্যজীবি দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রবিউল হক মিলকি শ্যামল, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহ্বায়ক তানভীর আহমেদ (তামান্না)। এসময় স্থানীয় নেতা-কর্মীসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।