ঢাকা | বঙ্গাব্দ

মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাদারীপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা যুবদলের আহবায়ক নাহিদুজ্জামান খান নাহিদের নেতৃত্বে সদর উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে শকুনি লেকেরপাড় মুক্তমঞ্চে গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
  • আপলোড তারিখঃ 28-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 7683 জন
মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছবির ক্যাপশন: যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ad728



নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর:

মাদারীপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার  বিকেলে সদর উপজেলা যুবদলের আহবায়ক নাহিদুজ্জামান খান নাহিদের নেতৃত্বে সদর উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের  গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে শকুনি লেকেরপাড় মুক্তমঞ্চে গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।


সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন ধানের শীষ যদি বিজয় হতে পারে বেগম খালেদা জিয়া যদি সরকার গঠন করতে পারে তাহলে কিন্তু আমাদের  মাদারীপুরের পাঁচটি উপজেলায় উন্নয়ন হবে। আমরা প্রতিনিধি না দিতে পারলে কিন্তু আমাদের এই অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগবেনা। বিগত দিনে মানুষের অধিকার ছিল না উন্নয়ন ছিল না কতিপয় লোকেরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আমরা সেই আঙ্গুল ফুলে কলা গাছ যাতে কেউ হতে না পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে। দলের মধ্যে নেশাখোর থাকতে পারবে না দলের মধ্যে চাঁদাবাজ থাকতে পারবে না। 


এসময় মাদারাীপুর সদর উপজেলা যুবদলের আহবায়ক নাহিদুজ্জামান খান নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক রফিক মাতুব্বর,পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, সাবেক যুবদল নেতা সালাউদ্দিন বেপারী,সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমন শিকদার, আপেল মাহমুদ খান,শিবচর উপজেলার যুব নেতা পারভেজ মোল্লাসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান