ঢাকা | বঙ্গাব্দ

শরীয়তপুর-৩ আসনকে উন্নত সমৃদ্ধ-শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়তে চাই : আজহারুল ইসলাম

শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীরা সবসময় আল্লাহ ভীরু, দেশপ্রেমিক ও যোগ্য। তারা কখনোই কোনো অপকর্মের সাথে লিপ্ত হয় না। জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় গেলে এক আধুনিক ও উন্নত এবং বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে দেশকে গড়ে তোলা হবে। আর জামায়াতকে যদি আপনারা মহান জাতীয় সংসদে যাওয়ার সুযোগ দেন তাহলে শরীয়তপুর-৩ আসনকে উন্নত সমৃদ্ধ-শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়া হবে।
  • আপলোড তারিখঃ 22-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 25231 জন
শরীয়তপুর-৩ আসনকে উন্নত সমৃদ্ধ-শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়তে চাই : আজহারুল ইসলাম ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীরা সবসময় আল্লাহ ভীরু, দেশপ্রেমিক ও যোগ্য। তারা কখনোই কোনো অপকর্মের সাথে লিপ্ত হয় না। জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় গেলে এক আধুনিক ও উন্নত এবং বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে দেশকে গড়ে তোলা হবে। আর জামায়াতকে যদি আপনারা মহান জাতীয় সংসদে যাওয়ার সুযোগ দেন তাহলে শরীয়তপুর-৩ আসনকে উন্নত সমৃদ্ধ-শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়া হবে। 


শনিবার (২২ মার্চ) শরীয়তপুরের ডামুড্যা উপজেলা কনেশ্বর ইউনিয়নের ধনুই হাফেজিয়া মাদ্রাসার মাঠে জামায়াত আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।


ওয়ার্ড সভাপতি হাফেজ নেয়ামত উল্লাহর সভাপতিত্বে ও মুহাম্মদ আবদুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও শরীয়তপুর জেলার নায়েবে আমীর কে এম মকবুল হোসাইন।

বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সাহাবুদ্দিন, কাজী ইলিয়াস , উপজেলা আমীর মাওলানা সাইফুল ইসলাম ,  উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন, হাফেজ আলী আযম হাবিবুর রহমান মানিক প্রমুখ । 


মোহাম্মদ আজহারুল ইসলাম আরও বলেন, সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় দেখা হবে না, কে কোন দলের কে কোন ধর্মের। দেখা হবে তিনি উপযুক্ত কিনা। যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে। সব অন্যায়ের বিচার হতে হবে। আইন কেউ হাতে তুলে নিবে, সেটা বরদাস্ত করা হবে না। একটি নিরাপদ ও শান্তির বাংলাদেশ গড়তে তুলতে আমরা বদ্ধপরিকর।


আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইউনিয়ন আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার