ঢাকা | বঙ্গাব্দ

টঙ্গীতে যুবলীগ নেতা হারুন গ্রেফতার

গাজীপুরের টঙ্গী হিমারদিঘি এলাকা থেকে আলোচিত যুবলীগ নেতা সোহেল রানার অন্যতম সহযোগী কথিত যুবলীগ নেতা হারুন অর রশিদকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
  • আপলোড তারিখঃ 11-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 32649 জন
টঙ্গীতে যুবলীগ নেতা হারুন গ্রেফতার ছবির ক্যাপশন: যুবলীগ নেতা হারুন অর রশিদ
ad728


টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গী হিমারদিঘি এলাকা থেকে আলোচিত যুবলীগ নেতা সোহেল রানার অন্যতম সহযোগী কথিত যুবলীগ নেতা হারুন অর রশিদকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে টঙ্গী পূর্ব থানা পুলিশ গ্রেফতারকৃত আসমীর বিরুদ্ধে মামলা রুজু শেষে তাকে আদালতে প্রেরণ করে। এর আগে সোমবার দিবাগত ভোর রাতে টঙ্গীর ৪৬নং ওয়ার্ডের হিমারদিঘি আসাদুল্লাহ মাতাব্বর রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে টঙ্গী অঞ্চলে যুবলীগ নেতা সোহেল রানার অন্যতম সহযোগী হিসেবে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, যুবলীগের হারুনসহ পাঁচজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার