টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গী হিমারদিঘি এলাকা থেকে আলোচিত যুবলীগ নেতা সোহেল রানার অন্যতম সহযোগী কথিত যুবলীগ নেতা হারুন অর রশিদকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে টঙ্গী পূর্ব থানা পুলিশ গ্রেফতারকৃত আসমীর বিরুদ্ধে মামলা রুজু শেষে তাকে আদালতে প্রেরণ করে। এর আগে সোমবার দিবাগত ভোর রাতে টঙ্গীর ৪৬নং ওয়ার্ডের হিমারদিঘি আসাদুল্লাহ মাতাব্বর রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে টঙ্গী অঞ্চলে যুবলীগ নেতা সোহেল রানার অন্যতম সহযোগী হিসেবে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, যুবলীগের হারুনসহ পাঁচজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।