অধ্যাপক শেখ কামাল উদ্দিন,স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার বলেন, একটি দল জনবিচ্ছিন্ন হয়ে ভোট কেন্দ্র দখল করে ক্ষমতা বসার স্বপ্ন দেখছে। এদেশের যুব সমাজ তাদের ষড়যন্ত্র রুখে দিবে ইনশাআল্লাহ। তিনি আজ সকাল ৯ টায় কসবা উপজেলা জামায়াতের যুব বিভাগ আয়োজিত ইউনিয়ন যুব প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা যুব বিভাগের সভাপতি সালাহ উদ্দিন আইউবী'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি কাজী সিরাজুল ইসলাম, জামায়াতের কসবা উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি নুরুল আমিন।
আতাউর রহমান সরকার বলেন, বহু রক্তে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার গ্যারান্টি একমাত্র ইসলাম। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে জামায়াত নিরলস পরিশ্রম করছে।
আতাউর রহমান সরকার মেহারি ইউনিয়নের শিমরাইল বাজার, মেহারি বাজার, বল্লভপুর, খেওড়াসহ বিভিন্ন বাজারে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেন।