ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে ‘ক্লিন বাংলাদেশ’এর জনসচেতনতামূলক কর্মসূচী শুরু

  • আপলোড তারিখঃ 02-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 80442 জন
চট্টগ্রামে ‘ক্লিন বাংলাদেশ’এর জনসচেতনতামূলক কর্মসূচী শুরু ছবির ক্যাপশন: ছবি:- জার্নাল অব কান্ট্রি
ad728

আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামে পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত আধুনিক চট্টগ্রাম গড়তে ‘ক্লিন বাংলাদেশ’ এর উদ্যোগে শুরু হলো ওয়ার্ডভিত্তিক জনসচেতনতামূলক কার্যক্রম।

চট্টগ্রাম নগরবাসীর অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জলাবদ্ধতা রোধ ও পরিবেশ রক্ষাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয় নগরীর ৭ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাৎ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর একান্ত সচিব মারুফুল হক চৌধুরী ও জিয়া। তাঁদের সাথে সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বক্তব্যে মেয়র বলেন, “শহরকে পরিষ্কার রাখা শুধু সিটি কর্পোরেশনের কাজ নয়—এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। ‘ক্লিন বাংলাদেশ’ যেভাবে উৎসাহ ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।”

‘ক্লিন বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি শওকত হোসেন জনি জানান, চট্টগ্রাম নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি পরিচ্ছন্ন নগরী কল্পনা করা যায় না। আমরা ওয়ার্ডভিত্তিক ভাবে মাইকিং, লিফলেট বিতরণ, ব্যানার স্থাপন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বার্তা প্রচার, নির্দিষ্ট এলাকায় ময়লা অপসারণ এবং ডাস্টবিন স্থাপনের মতো কার্যক্রম বাস্তবায়ন করবো।

কর্মসূচিতে নেতৃত্ব দেন 'ক্লিন বাংলাদেশে' টিম লিডার ইমন, প্রমি, তানজিফা, জাহিদ, লাইলা এবং কো-টিম লিডার জুয়েল, ইয়াজ, রনি ও পায়েল। কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন সারু, মুনতাসীর, নাজিফা, ইসরাত, দ্রুব, রাফি, সায়দ, মাইমুনা, সাইমন, আয়মনসহ শতাধিক তরুণ-তরুণী।

ক্লিন বাংলাদেশের সাধারণ সম্পাদক ইমন জানান, পরিচ্ছন্ন শহর শুধু আমাদের চাওয়া নয়—এটা আমাদের দায়িত্ব। নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। আমরা চাই, চট্টগ্রাম নগরবাসী আমাদের এই উদ্যোগে সম্পৃক্ত হয়ে একসঙ্গে এগিয়ে আসুক।

‘ক্লিন বাংলাদেশ’ চট্টগ্রাম নগরীতে পরিবেশ, ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা তৈরিতে ইতোমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছে। নগর কর্তৃপক্ষের সঙ্গে এই যৌথ পদক্ষেপকে সংগঠনটি তাদের চলমান কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল