মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৫ আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থান দিবসের ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দিনভর বিভিন্ন রাজনৈতিক দলের আনন্দ মিছিল ও সমাবেশে সরগরম হয়ে উঠে কটিয়াদী পৌর এলাকা।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমীন আকিল এবং কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলিপ, সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতে ইসলামী, পৌর বিএনপি সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল সরকারের নেতৃতে পৃথক পৃথক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া জামায়াতে ইসলাম কটিয়াদী উপজেলা শাখা, ইসলামী আন্দোলন কটিয়াদী উপজেলা শাখাও দিবসটি উপলক্ষে পৃথক পৃথক মিছিল সমাবেশ করেছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই আহত যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। তাদেরকে পড়িয়ে দেয়া হয় ‘মাতৃভূমি অথবা মৃত্যু’ উত্তরীয় ।
মঙ্গলবার সকাল ১১ টায় কটিয়াদী বাজারের স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারের সামনে থেকে কটিয়াদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের নেতৃত্বে, কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বালুর মাঠ থেকে উপজেলা জামায়াতে ইসলামী, কটিয়াদী বাসষ্ট্যান্ড পৌর বিএনপির কার্যালয়ের সামনে থেকে পৌর বিএনপি সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল সরকারের নেতৃতে এবং বিকাল ৫টায় কটিয়াদী বাসষ্ট্যান্ড পেট্রোল পাম্পের সামনে থেকে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমীন আকিল এবং কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, উপজেলা যুবদলের আহবায়ক মাসুদুল আলম মাসুদ ও সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, উপজেলা কৃষকদলের আহবায়ক আজিজুল হক শাহজাহান ও সদস্য সচিব কামরুল ইসলাম বাবুল, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরিফ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ইলিয়াস আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক তাসরিফুল হাসিব, উপজেলা মৎস্যজীবিদলে আহবায়ক মোঃ বাদল প্রধান ও উপজেলা জাসাস এর আহবায়ক আঃ রউফ খোকন ও সদস্য সচিব রফিকুল ইসলাম জীবনের নেতৃত্বে পৃথক পৃথক আনন্দ মিছিল শুরু হয়ে কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্তি হয়। আনন্দ মিছিলে অংশ গ্রহণ করেন উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, মৎস্যজীবিদল জাসাসসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আনন্দ মিছিলে বিভিন্ন দলের দলীয় স্লোগান দেওয়ায়।