আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫৬৩তম জরুরি সিন্ডিকেট সভায় পাসকৃত সকল সিদ্ধান্তকে দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করেন শিবিরের নেতাকর্মীরা।
অবস্থান কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) সভাপতি মোহাম্মদ আলী বলেছেন, স্থানীয় বাসিন্দাদের হামলায় আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর শারীরিক অবস্থা খুবই খারাপ। তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। আমাদের আজকে সমবেত হওয়ার কারণ হচ্ছে–গতকাল সিন্ডিকেট সভায় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেছেন, আমরা দাবি জানিয়েছিলাম, সংঘর্ষের ঘটনায় তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার জন্য। সিন্ডিকেটে সেই দাবি পাস হয়েছে। প্রশাসনকে অবশ্যই এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ইব্রাহিম হোসেন রনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ৫ বছরে ২০টি সংঘর্ষ হয়েছে। কিন্তু কোনো প্রশাসনই কার্যকরী সমাধান করতে পারেনি। আমরা ভেবেছিলাম, এই প্রশাসন তা পারবে। কিন্তু তারাও তা পারেনি। সংঘর্ষের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রশাসন যদি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে তাদের পদত্যাগ করা উচিত।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় গতকাল(২সেপ্টেম্বর) মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এ সভায় মোট ১৩টি সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।