ঢাকা | বঙ্গাব্দ

বিগত ১৭ বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা ব্যবস্থা : রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৭ বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হয়ছে শিক্ষা ব্যবস্থাকে। শিক্ষা মানুষকে নৈতিকভাবে উন্নত করে, মানুষের চরিত্রকে অত্যন্ত শক্তিশালী করে, কিন্তু শেখ হাসিনা শুধু প্রশ্নপত্র ফাঁস করে সেটাকে ধ্বংস করেছে । প্রশ্নপত্র ফাঁসের প্রতিযোগিতা করেছেন তিনি। তার আমলে কোন শিক্ষা ব্যবস্থা ছিল না।
  • আপলোড তারিখঃ 26-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 17403 জন
বিগত ১৭ বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা ব্যবস্থা : রিজভী ছবির ক্যাপশন: ছবি :সংগৃহীত
ad728

রবিবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি হলরুমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সবক্ষেত্রেই  বাপজানের নাম, আর ভাই-বোনের নাম। আর কোন শিক্ষা নেই, ইতিহাস নেই। এভাবেই জোর করে এক ভয়ংকর ফ্যাসিবাদী দুঃশাসনের রাষ্ট্র কায়েম করেছিলো শেখ হাসিনা। সকল শিক্ষা প্রতিষ্ঠান তার আত্মীয়- স্বজনের নামে, সব ইতিহাস তার নামে করেছেন তিনি।

রুহুল কবির রিজভী আরও বলেন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলেন শেখ হাসিনা। তিনি এবং তার দলীয় নেতাকর্মীদের কারণে তার ভাগনি আজ বিপাকে পড়েছে । লন্ডনে দুর্নীতি রপ্তানি করে ডুবিয়ে দিয়েছেন ভাগনিকে। ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চিন্তা করেনি শেখ হাসিনা । মেগা প্রজেক্ট দেখিয়ে মেগা দুর্নীতি করেছেন তিনি। এভাবেই পাচার করেছেন আঠাস লক্ষ কোটি টাকা। 

বর্তমান সরকার প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, সংস্কার করুন ভালো কথা। সবজি ছাড়া অন্য সব কিছুর দাম নাগালের বাইরে। শুধুমাত্র চালের দাম নিয়ন্ত্রণ না করতে পারায় শেখ মুজিবের পতন হয়েছিল। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করুন। বেশি সংস্কার প্রয়োজন পুলিশ প্রশাসনের। এখনো দেশে আওয়ামী লীগের প্রেতাত্মা ঘাপটি মেরে আছে। কাজেই সংস্কারে বিলম্ব হলে তারা মাথাচারা দিয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।

জিয়া স্মৃতি পাঠাগার মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় জেলা বিএনপি সভাপতি আফরোজা খানম রিতা, সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির, জিয়া স্মৃতি পাঠাগার মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল