ঢাকা | বঙ্গাব্দ

নাসিরনগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
  • আপলোড তারিখঃ 21-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 30179 জন
নাসিরনগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবির ক্যাপশন: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ad728



বিশেষ প্রতিনিধি (নাসিরনগর), ব্রাহ্মণবাড়িয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।


আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক মো. আব্বাস আলীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি নাসিরনগর পিটিএ সুপার মার্কেটের বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।


 উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক মো. আব্বাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন।


এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন।

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল হোসেন চকদার।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক মীর মোস্তফা জালাল।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

উপজেলা বিএনপির সদস্য ও নাসিরনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির ভূইয়া

বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলু মিয়া

উপজেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম নুর মেম্বার

যুবদলের সদস্য মঈন ও ফায়েজুল ইসলাম

স্বেচ্ছাসেবক দলের সদস্য নাসির খান ও শামীমুল ইসলাম

শ্রমিকদল নেতা অলিউর রহমান

ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মারজান

সদর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন, টিপু ও আবুল হোসেন

ইউনিয়ন বিএনপি নেতা তৌফিকুল ইসলাম ও সাইফুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।


আলোচনা সভায় বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন এবং দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।