গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে শিয়ালের কামড়ে দুই শিশু ও স্বামী-স্ত্রীসহ ছয়জন গুরুতর আহত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে ও বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ এস. এম. ইমতিয়াজ হোসেন জানান,
তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিতে আসলে দুই শিশুসহ চারজনকে ভ্যাকসিন নেওয়ার জন্য ময়মনসিংহ এস. কে. হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহতরা হলো দিঘীরপাড় গ্রামের আশরাফুল (৩৮) ও তার স্ত্রী শাহীনুর (৩২), শিশু মাহিনুর (৬), মোজাম্মেল হক (৫০), জরিনা (৪৫) ও চারিপাড়া গ্রামের শিশু জিহাদ (৫)।
এলাকাবাসী জানায়, শনিবার সকালে দিঘীরপাড় গ্রামের আশরাফুলের বাড়ির পেছনে বেঁধে রাখা একটি গরুকে আক্রমণ করে শিয়াল। এ সময় গরুর রক্ষার জন্য এগিয়ে গেলে শিয়ালটি আশরাফুল ও তার স্ত্রী শাহীনুরকে কামড় দেয়। সেখান থেকে শিয়ালটি বিভিন্ন বাড়িতে ঢুকে এক শিশুসহ ৫জনকে এবং চারিপাড়া গ্রামের জিহাদ (৫) কে অপর একটি শিয়াল কামড়ে আহত করে।
এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।