ঢাকা | বঙ্গাব্দ

ভাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া দেয়া কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার

গত বুধবার বিকেলে স্পিডবোটে ভাঙ্গার কুমার নদে এসে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় ওই কিশোর গ্যাং। তারা ধারালো অস্ত্র, রামদা ও চাইনিজ কুড়াল উঁচিয়ে প্রদর্শন করে জনমনে আতঙ্ক ছড়ায়।
  • আপলোড তারিখঃ 19-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1862 জন
ভাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া দেয়া কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার ছবির ক্যাপশন: সাইমন শরীফ
ad728

স্টাফ রিপোর্টার:-

গত বুধবার বিকেলে স্পিডবোটে ভাঙ্গার কুমার নদে এসে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় ওই কিশোর গ্যাং। তারা ধারালো অস্ত্র, রামদা ও চাইনিজ কুড়াল উঁচিয়ে প্রদর্শন করে জনমনে আতঙ্ক ছড়ায়।


ফরিদপুরের ভাঙ্গায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের স্পিডবোটে মহড়া দেয়ার ঘটনায় সাইমন শরীফ (২১) নামে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।


আটক সাইমন ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের হাবিবুল শরীফের ছেলে।তার কাছ থেকে একটি বড় রামদা, একটি বড় ছুরি ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।


গত বুধবার বিকেলে স্পিডবোটে ভাঙ্গার কুমার নদে এসে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় ওই কিশোর গ্যাং।


ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যৌথবাহিনীর অভিযান চালিয়ে ওই কিশোর গ্যাংয়ের একজনকে আটক করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।