গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকালে উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের তললী এলাকার একটি পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, বিকালের দিকে স্থানীয় লোকজন মরদেহটি পুকুরে ভাসতে দেখে থানায় খবর দেয়। লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।