ঢাকা | বঙ্গাব্দ

বিসমিল্লাহ একতা সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে অরাজনৈতিক সংগঠন 'বিসমিল্লাহ একতা সংগঠন’-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (০৫ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামে সংগঠনের সদস্যদের অর্থায়নে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 05-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 4697 জন
বিসমিল্লাহ একতা সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: বিসমিল্লাহ একতা সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
ad728


মো. কামরুল ইসলাম, নবীনগর প্রতিনিধি :

পবিত্র মাহে রমজান উপলক্ষে অরাজনৈতিক সংস্থা 'বিসমিল্লাহ একতা সংগঠন’-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (০৫ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামে সংগঠনের সদস্যদের অর্থায়নে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মোহাম্মদ ওমর ফারুক এর উদ্বোধনীতে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দ্বীন ইসলাম (দানা), সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ দুলাল, কারী আমির হোসেন, মাওলানা মাহফুজুর রহমান ।

বিসমিল্লাহ একতা সংগঠনের সদস্যরা বলেন, সমাজের সকল বিত্তবানদের উচিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। তারা আরও বলেন, সংগঠনের সদস্যরা অনেক সম্পদশালী নন তবে তারা অসহায় মানুষদের সহযোগিতায় অল্প অল্প করে টাকা জমান। অসহায় মানুষদের পাশে দাড়ানোর প্রচেষ্টাকে তারা নিজেদের দায়িত্ব বলে মনে করেন।


অরাজনৈতিক এই সংগঠনটি ২০০৯ সাল থেকে যাত্রা শুরু করে। এই সংগঠনটি শুরু থেকেই শীতবস্ত্র প্রদান, মসজিদ নির্মাণে সিমেন্ট প্রদান, করোনাকালীন সময়ে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড করে আসছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

৬০ বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন