ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও রেলপথ অবরোধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে কাওরাইদ- গয়েশপুর ডিগ্রি কলেজে এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ করে রেললাইন অবরোধ করেছে এলাকাবাসী ও এইচএসসি পরীক্ষার্থীরা ।
  • আপলোড তারিখঃ 09-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1902 জন
গফরগাঁওয়ে এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও রেলপথ অবরোধ ছবির ক্যাপশন: শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও রেলপথ অবরোধ
ad728


গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁওয়ে কাওরাইদ- গয়েশপুর ডিগ্রি কলেজে এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ করে রেললাইন অবরোধ করেছে এলাকাবাসী ও এইচএসসি পরীক্ষার্থীরা ।

আজ রোববার (৯ মার্চ) দুপুরে কাওরাইদ- গয়েশপুর ডিগ্রি কলেজের সামনে বিক্ষোভ করে ১ ঘন্টা রেললাইন অবরোধ করে রাখে ।

পরে উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা ।

শিক্ষার্থীরা জানান, বোর্ড নির্ধারিত ফরম পূরণে ফি'র চেয়ে বেশী টাকা দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ । এর প্রতিবাদে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা । এতে ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ গয়েশপুর ডিগ্রি কলেজের সামনে রেলত্রুসিং এলাকায় আটকা পড়ে। পরে প্রশাসনের হস্তক্ষেপে অধ্যক্ষ মাজাহারুল ইসলাম অতিরিক্ত ফি বাতিলের ঘোষণা দিলে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ প্রত্যাহার করে নেন। পরে এক ঘন্টা বিলম্বে অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায় । 

কাওরাইদ -গয়েশপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাজাহারুল ইসলাম বলেন, “প্রতি বছরের মতো এবারো একই পরিমাণ ফি নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের রেজাল্ট ভাল করতে কোচিং বাবদ অতিরিক্ত ফি আদায় করা হয় । কিন্তু কিছু শিক্ষার্থী কোচিং করতে রাজি না হওয়ায় তা বাতিল করা হয়েছে ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন , শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে বোর্ড নির্ধারিত ফি দিয়ে কলেজ কর্তৃপক্ষ ফরম পূরণে সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

৬০ বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন