ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে স্কুল শিক্ষিকা স্কাউটনিং কর্মসূচিতে অংশ নিতে ভারত গেছেন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা দেবনাথ ৭ দিনের সফরে ভারত গেছেন। বীনা দেবনাথ বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন গফরগাঁও শাখার স্থানীয় কমিশনার ও সভানেত্রী।
  • আপলোড তারিখঃ 05-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 214034 জন
গফরগাঁওয়ে স্কুল শিক্ষিকা স্কাউটনিং কর্মসূচিতে অংশ নিতে ভারত গেছেন ছবির ক্যাপশন: স্কাউট কমিশনার বীনা দেবনাথ
ad728

০৫ রমজান, সেহরির শেষ সময় : ৪-৫৫ মিঃ, ইফতার :  ৬-০৫ মিঃ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা দেবনাথ ৭ দিনের সফরে ভারত গেছেন। বীনা দেবনাথ বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন গফরগাঁও শাখার স্থানীয় কমিশনার ও সভানেত্রী। গত ২ মার্চ থেকে আগামী ৮ মার্চ পর্যন্ত ভারতের মধ্যপ্রদেশের পাঁচমারীতে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক স্কাউটনিং কর্মসূচিতে অংশ গ্রহণ করতে তিনি ভারতে গেছেন। এর আগেও বীনা দেবনাথ নেপাল ও শ্রীলঙ্কা স্কাউটনিং কর্মসূচিতে অংশ নেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান