ঢাকা | বঙ্গাব্দ

কুলিয়ারচরে সাইবার সিকিউরিটি ও নিরাপদ ইন্টারনেট সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় “সাইবার সিকিউরিটি ও নিরাপদ ইন্টারনেট” বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 20-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 32408 জন
কুলিয়ারচরে সাইবার সিকিউরিটি ও নিরাপদ ইন্টারনেট সেমিনার অনুষ্ঠিত ছবির ক্যাপশন: সাইবার সিকিউরিটি ও নিরাপদ ইন্টারনেট সেমিনার অনুষ্ঠান
ad728




সিফাত আহমেদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) উপজেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় “সাইবার সিকিউরিটি ও নিরাপদ ইন্টারনেট” বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা, সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মোঃ মস্তোফা কামাল (কাজল), বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা আইসিটি অফিসার মোঃ রাকিবুল হাসান, বাজিতপুর উপজেলা আইসিটি অফিসার মোঃ মুহিবুর রহমান খান এবং কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন রানা, সাধারণ সম্পাদক মাসুদ মিয়া প্রমুখ।

সেমিনারে ইউনিয়ন পরিষদের সদস্যরা সহ  স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


উক্ত সেমিনারের মাধ্যমে স্থানীয় মানুষদের মধ্যে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়েছে। অতিথিরা বলেন, “ইন্টারনেট ব্যবহারে সতর্কতা এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ। অসতর্ক ব্যবহার থেকে শিশু ও যুবকরা অনলাইন হুমকিতে পড়তে পারে।”


উপজেলা আইসিটি অফিসার মোঃ রাকিবুল হাসান বলেন, “আমরা চাই ব্যবহারকারীরা সচেতনভাবে ইন্টারনেট ব্যবহার করুক এবং অনলাইনে কোনো ধরনের ঝুঁকি এড়াতে শিক্ষা গ্রহণ করুক।”

সেমিনারটি অংশগ্রহণকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক আয়োজন হিসেবে সম্পন্ন হয়েছে, যা সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।