আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামে সাউদার্ন ইউনিভার্সিটি স্বৈরাচারমুক্ত স্বাধীন বাংলাদেশ অর্জন ও আন্দোলনে শহীদদের স্মরণে পালন করলো 'স্মৃতিতে জুলাই বিপ্লব'-২০২৪।
বৃহস্পতিবার (৩১ জুলাই)সাউদার্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ উপলক্ষে বিশেষ আলোচনা সভা, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, ভিডিও ও গ্রাফিতি প্রদর্শনীর আয়োজন করে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী।
উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই—আগস্ট ২০২৪ এর ছাত্র জনতার আন্দোলন আমাদের সবার জন্য একটিই বার্তা, ঐক্যবদ্ধ থাকলে যেকোন অপশক্তি পরাজিত হবেই।
তাই দেশের যেকোনো ক্রান্তিলগ্নে জুলাই বিপ্লবের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা শুধু ইতিহাস নয় বরং তরুণ প্রজন্মের জন্য প্রেরণার নাম।
এসময় জুলাই বিপ্লব ২০২৪ এ সম্পৃক্ত অনেকে স্মৃতিচারণ করেন।
পরে জুলাই—আগস্ট ২০২৪ এর ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ এবং সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।