ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদীতে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফির অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 18-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 110137 জন
কটিয়াদীতে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: কটিয়াদীতে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
ad728


মাইনুল হক মেনু :

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফির অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সন্ধায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত কটিয়াদী উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল রহমান বাদল, কিশোরগঞ্জ জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী অধ্যাপক আজিজুল হক, জামায়াতের জেলা ইউনিটের সদস্য ও কটিয়াদী উপজেলা জামায়াতে সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে নায়েবি আমির সাইদুল হক বিএসসি,  কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল প্রমুখ।

অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আলী, কটিয়াদী প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক রফিকুল হায়দার টিটু, যুগ্ন সাধারন সম্পাদক মাসুম পাঠান, কিশোরগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি শহিদুল ইসলাম দুলালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, উপজেলা জামায়াত ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইফতারের আগে দেশে ও দেশের মানুষের কল্যাণ কামনায় দোয়া করা হয়। দোয়াটি পরিচালনা করেন কটিয়াদী উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল