সংবিধান সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ১৪তম দিনের বৈঠক রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সোয়া ১১টায় শুরু হওয়া এই বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি, এলডিপি, সিপিবি, গণঅধিকার পরিষদসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।
বৈঠকের সূচনা বক্তব্য প্রদান করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। আজকের আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল— দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সম্ভাবনা, সংবিধান সংশোধন, এবং সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির উদ্যোগ।
বৈঠকে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জামায়াতে ইসলামির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ,এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন,এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া.গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর,সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সএছাড়া লেবার পার্টি, বাসদ, জেএসডি, খেলাফত মজলিস, রাষ্ট্র সংস্কার আন্দোলনসহ আরও বহু রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্বে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সংবিধান সংশোধনের উদ্দেশ্যে ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে এই কমিশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কমিশন।
বৈঠক শেষে সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফ করবেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। পরে রাজনৈতিক দলের প্রতিনিধিরাও নিজ নিজ অবস্থান তুলে ধরবেন।
নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক