ঢাকা | বঙ্গাব্দ

নারী কনস্টেবলের ‘আত্মহত্যা’

বান্দরবানে রুম্পা দাশ(৩০) নামে এক নারী কনস্টেবল গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন।তিনি বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন।
  • আপলোড তারিখঃ 17-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 13117 জন
নারী কনস্টেবলের ‘আত্মহত্যা’ ছবির ক্যাপশন: বান্দরবান সদর থানা
ad728


নিজস্ব প্রতিনিধি : বান্দরবানে রুম্পা দাশ(৩০) নামে এক নারী কনস্টেবল গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন।তিনি বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন।


রোববার দিবাশেষে গভীর রাতে শহরের বনরূপা পাড়ায় নিজ ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।মৃত রুম্পা বান্দরবান জেলার পুলিশ সুপার কার্যালয়ের কনস্টেবল সৌরভ দাশ ঢালীর স্ত্রী। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।


পুলিশ ও স্থানীয় সূত্রে যা জানা যায়, রাতে স্বামী সৌরভ ও দুই সন্তান একসঙ্গে ঘুমালেও রুম্পা আলাদা কক্ষে ছিলেন। সকালে রুম্পা দরজা না খোলায় সন্দেহ হলে স্বামী দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।


বান্দরবান সদর থানার এসআই সাখাওয়াত হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

৬০ বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন