ঢাকা | বঙ্গাব্দ

কুলিয়ারচরে এনসিপি’র নতুন সমন্বয় কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা শাখার নতুন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সম্প্রতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
  • আপলোড তারিখঃ 03-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 30599 জন
কুলিয়ারচরে এনসিপি’র নতুন সমন্বয় কমিটি ঘোষণা ছবির ক্যাপশন: এনসিপি’র নতুন সমন্বয় কমিটি
ad728



কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা শাখার নতুন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সম্প্রতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।


নতুন কমিটিতে আরিফুল ইসলামকে প্রধান সমন্বয়কারী এবং মো. পারভেজ মিয়াকে জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে। এছাড়া তোফাজ্জল হোসেন তপু, মিজানুর রহমান ও মো. দেলোয়ার হোসেন পলককে যুগ্ম সমন্বয়কারী হিসেবে রাখা হয়েছে।


৩১ সদস্যের কমিটিতে আরও ২৬ জন সদস্য হিসেবে রয়েছেন। 


কমিটির দায়িত্ব হবে আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করা।


নতুন কমিটির প্রধান সমন্বয়ক আরিফুল ইসলাম দৈনিক ইনকিলাবকে জানিয়েছেন, “আমার নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দের নিয়ে উপজেলার সালুয়া ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ ইফতি আব্দুল্লাহ'র কবর জিয়ারত করে কমিটির কার্যক্রম শুরু করেছি।”


জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক মো. পারভেজ মিয়া বলেন, “নতুন কমিটি কুলিয়ারচরে এনসিপি'র কার্যক্রমকে ধীরে ধীরে বর্ধিত করবে।”


কিশোরগঞ্জ জেলা এনসিপি'র কমিটি এখনও গঠিত হয়নি। তবে সিনিয়র নেতৃবৃন্দ কুলিয়ারচরের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।


সম্প্রতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কমিটি অনুমোদনের মাধ্যমে কুলিয়ারচরে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।


স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন তারা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে এনসিপি আরও শক্তিশালী ও সংগঠিত হয়ে উঠবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান