ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

খাগড়াছড়িতে ডেবলছড়ি বাজার পাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪মার্চ) সকালে গুইমারা উপজেলা সিন্দুকছড়ি ইউনিয়নের ডেবলছড়ি বাজার পাড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
  • আপলোড তারিখঃ 25-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 154021 জন
খাগড়াছড়িতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছবির ক্যাপশন: খাগড়াছড়িতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
ad728



খাগড়াছড়ি প্রতিনিধি:  খাগড়াছড়িতে ডেবলছড়ি বাজার পাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৪মার্চ) সকালে গুইমারা উপজেলা সিন্দুকছড়ি ইউনিয়নের ডেবলছড়ি বাজার পাড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের নির্বাহী কমিটি'র সভাপতি সুইপ্রুসাই মারমা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা।


 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির স্থানীয় এনজিও সংস্থা আলো'র নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা,ডেবলছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্রাংপ্রুসাই মারমা, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংক্য মারমা প্রমুখ।


বিদায় সংর্বধনায় আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, "শিক্ষা মানুষের আত্মচেতনাবোধ জাগ্রত করে। মানুষের ভিতরকার স্বত্ত্বা তুলে ধরে জ্ঞান পিপাসু করে তোলে। শিক্ষা  মানুষকে জ্ঞান, সাহিত্য, চিত্তের উৎকর্ষ সাধনসহ মানব সভ্যতা ও সংস্কৃতি বিকাশের জন্য, চরিত্র গঠন ও মানবীয় মূল্যবোধ তৈরিতে উদ্বুদ্ধ করে তোলে। অতিথিগণ এসএসসি পরীক্ষার্থীদের  পূর্ব থেকে ভালোভাবে প্রস্তুতি নেয়াসহ ভালো ফলাফল করার আহ্বান জানান।




নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।