শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩ নং ওয়ার্ড কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট ২০২৫) সন্ধ্যায় ভোজেশ্বর উত্তরবাজারে ভোজেশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উক্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়।
ভোজেশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাসির উদ্দীন জনির সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরীফ ওয়াহেদুজ্জামান উজ্জ্বল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বি.এম আজিজুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা বিএনপি'র সহ-সভাপতি এস.এম সালাহউদ্দিন আহম্মেদ ছৈয়াল, সহ-সভাপতি আবু সিদ্দিক গোরাপী, সদস্য ইদ্রিস গোরাপী, সদস্য আলী খান, বিএনপি নেতা সালাউদ্দিন পেদা।
এসম উপস্থিত ছিলেন,বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, ভোজেশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম কালাম ছৈয়াল ও সহ-সঞ্চালনায় ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল সরদার।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় ছিলেন, জুয়েল মল্লিক, সবুজ পেদা, শহিদুল মল্লিক।