ঢাকা | বঙ্গাব্দ

মাদারীপুরে ভ্যানচালক হত্যা ঘটনায় জড়িত ২ জনকে আটক।ছিনতাই হওয়া ভ্যান উদ্ধার

মাদারীপুরের রাজৈরে ব্যাটারিচালিত ভ্যানচালক আকাশ আকন (১৮) হ-ত্যাকান্ডের ঘটনায় জড়িত মূলহোতা দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে রাজৈরের নিজবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হায়দার শেখ (৪০) রাজৈরের নয়কান্দি গ্রামের বারেক শেখের ছেলে ও আবু বক্কার কাজী (২৮) একই উপজেলার সুন্দিকুড়ি গ্রামের কামরুল কাজীর ছেলে।
  • আপলোড তারিখঃ 14-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 34957 জন
মাদারীপুরে ভ্যানচালক হত্যা ঘটনায় জড়িত ২ জনকে আটক।ছিনতাই হওয়া ভ্যান উদ্ধার ছবির ক্যাপশন: আটককৃত হায়দার শেখ ও আবু বক্কার
ad728

এমদাদ খান, মাদারীপুর:

মাদারীপুরের রাজৈরে ব্যাটারিচালিত ভ্যানচালক আকাশ আকন (১৮) হ-ত্যাকান্ডের ঘটনায় জড়িত মূলহোতা দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে রাজৈরের নিজবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হায়দার শেখ (৪০) রাজৈরের নয়কান্দি গ্রামের বারেক শেখের ছেলে ও আবু বক্কার কাজী (২৮) একই উপজেলার সুন্দিকুড়ি গ্রামের কামরুল কাজীর ছেলে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, ৩০ জুলাই সকালে জীবিকার তাগিদে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন পশ্চিম রাজৈর গ্রামের বাসিন্দা আমজাদ আকনের ছেলে আকাশ আকন। পরদিন ৩১ জুলাই সকালে রাজৈরের নয়ানগর মাছকান্দি এলাকার সড়কের পাশে ভ্যানচালকের ম-রদে-হ উদ্ধার করে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তা প্রথমে হায়দার শেখকে গ্রেফতার করে পুলিশ এবং তার দেয়া তথ্য মতে পরে গ্রেফতার করা হয় আবু বক্কার কাজী নামে হায়দারের সহযোগিকে। বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার দুইজনকে আদালতে তোলা হলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।




নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।