ঢাকা | বঙ্গাব্দ

সকল কিছুর আপনি

সকল কিছুর আপনি
  • আপলোড তারিখঃ 10-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 10329 জন
সকল কিছুর আপনি ছবির ক্যাপশন: সাইফুন্নাহার নাহার শিউলি
ad728

সকল কিছুর আপনি

 সাইফুন্নাহার নাহার শিউলি

এই যে হঠাৎ কোন কারণ ছাড়াই মন খারাপ লাগে—
এটার জন্য দায়ী আপনি

সবকিছু থাকার পরও চারপাশটা কেমন যেনো খালি এবং ফাঁকা ফাঁকা লাগে—
এটার কারণ আপনি

এই যে হঠাৎ ভেতরটা আচমকাই মোচড় দিয়ে ওঠে,
কী এক অজানা ব্যথায় বুকের ভেতরটা চিনচিন করে—
এটার কারণ আপনি

অফিস যেতে গিয়ে হঠাৎ আনমনা হয়ে গন্তব্য ছেড়ে চলে যাওয়া,
এমনকি প্রায়ই ছাতাটা বা লাঞ্চবক্সটা যানবাহনে ফেলে আসা—
এসব কিছুর পেছনের কারণও আপনি

এই যে আমার নির্ঘুম রাত,
অসহ্য ছটফটানি,
বিছানায় এপাশ-ওপাশ করা—
এটার কারণও আপনি

মাঝে মধ্যেই এলোমেলো ভাবনায় মাথাটা ঝিমঝিম করা,
ভেতরটা শুন্য শুন্য লাগা—
এটার কারণও আপনি

আমার ভুলোমন, অগোছালো জীবন,
অনিদ্রা, অনাহার, অসুস্থতা—
এসব কিছুর কারণও আপনি

আমার মলিন মুখ, উস্কোখুস্কো চুল,
চোখের নীচের কালি, কপালের বলিরেখা—
এসব কিছুর কারণও আপনি

এই যে আপনাকে ঘিরে এত কাণ্ড, এতকিছু,
অথচ আপনি আমার জীবনে ছিটেফোঁটাতেও নেই।
তবুও আপনাকে ভেবেভেবেই কেটে যায় রাত, দিন,
ঘণ্টা, মিনিট, প্রতি ন্যানোসেকেন্ড—
এটারও অন্যতম কারণ আপনি

বিশ্বাস করুন— শুধুই আপনি


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।