মো. কামরুল ইসলাম, নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবীতে আগামী রবিবার সকালে নবীনগর কোম্পানিগঞ্জ সড়কে নবীনগর উপজেলা সদর থেকে বাঙ্গরা বাজার পর্যন্ত (১৫ কিলোমিটার এলাকায়) মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারীরা।
শুক্রবার বিকেল নবীনগর উপজেলা বিএনপির উদ্যোগে, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় উপস্থিত কয়েক হাজার দলীয় নেতাকর্মীদের চাপের মুখে এ ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আনিছুর রহমান মঞ্জু।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির কয়েক হাজার নেতা কর্মী মিছিল নিয়ে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হতে থাকে, সভা শুরু হওয়ার আগেই মাঠ পরিপূর্ণ হয়ে গেলে নেতাকর্মীরা বিদ্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নেয়।
জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্যে রাখেন কাজী নাজমুল হোসেন তাপস বলেন, আমরা ৩১ দফা নিয়ে কাজ করছি, বাংলার মাটিতে ৩১ দফার বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এখনো অনেক সময় বাকি আছে, তফসিল ঘোষণার আগেই এই আসনের মনোনয়ন বদলে আমরাই মনোনয়ন আনবো এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবো, ইনশাআল্লাহ।
নেতাকর্মীদের উদ্দেশে আবেগাপ্লুত কণ্ঠে তিনি আরও বলেন, আমি একজন এতিম, আমার বাবা নেই, আপনারাই আমার অভিভাবক ও পরিবার, আমার বাবা, আপনাদের প্রিয় নেতা, এই আসনের চারবারের সাবেক এমপি, কাজী মোঃ আনোয়ার হোসেন ২০১৭ সালে ইন্তেকাল করার পর থেকে আপনারা আমার সাথে রয়েছেন, আপনারা আমাকে ছেড়ে যাননি, ২০১৮ সালের নির্বাচনেও আমার সাথে ছিলেন, আমি ওয়াদা দিচ্ছি, আপনাদের ফেলে কোথাও আমিও যাচ্ছি না এবং যাবো না । আপনারাই আমার প্রথম ভালোবাসা, আপনারাই আমার শেষ ভালোবাসা। আপনারা ধৈর্য ধরুন, কারো উস্কানিতে পা দেবেন না, আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের প্রতিটি কর্মসূচি পালন করে যাবো। আমি কথা দিচ্ছি-মনোনয়ন আমরাই আনবো,ইনশাআল্লাহ।
সভায় আরও বক্তব্য রাখেন,জেলা বিএনপির সদস্য হাজী আবু ছায়েদ, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি হাজী ফোরকানুল ইসলাম, একেএম হাবীবুর রহমান খায়ের, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী শাহাবুদ্দিন, সাবেক মেয়র মোহাম্মদ মাইনুউদ্দিন, জেলা বিএনপির সদস্য হযরত আলী প্রমুখ।
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য এই আসনে নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এমএ মান্নানকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।