ঢাকা | বঙ্গাব্দ

মাদারীপুরে প্রতিষ্ঠাবার্ষিকীতে লেকের ময়লা পরিষ্কার ও বৃক্ষ রোপন করেছে স্বেচ্ছাসেবক দল

দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদারীপুর শহরের ঐতিহ্যবাহী শকুনি লেকের পানিতে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। একই সময় শহরের বিভিন্ন স্থানে ৫ শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপন করেন তারা।
  • আপলোড তারিখঃ 19-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 32690 জন
মাদারীপুরে প্রতিষ্ঠাবার্ষিকীতে লেকের ময়লা পরিষ্কার ও বৃক্ষ রোপন করেছে স্বেচ্ছাসেবক দল ছবির ক্যাপশন: বৃক্ষ রোপণ করছে স্বেচ্ছাসেবক দল
ad728


মাদারীপুর প্রতিনিধি:

দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদারীপুর শহরের ঐতিহ্যবাহী শকুনি লেকের পানিতে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। একই সময় শহরের বিভিন্ন স্থানে ৫ শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপন করেন তারা। 

মঙ্গলবার আলাদাভাবে ভাগ হয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই কার্যক্রম। জেলাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পরে বিভিন্ন স্থানে ডাস্টবিনও স্থাপন করা হয়। এছাড়া দিনটিকে ঘিরে র‌্যালী-সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা। 

দলের নেতারা জানান, নির্বাচন সামনে রেখে শক্তি বাড়াচ্ছে সংগঠনিটি। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংগঠনকে প্রস্তুত করার পাশাপাশি নিজেদের সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করছেন তারা। যাতে ভোট ছাড়াও বিএনপির পাশে থেকে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারে। তারা বলেন, স্বেচ্ছাসেবক দল সাংগঠনিকভাবে এরই মধ্যে একটা শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। সে কারণে হামলা-মামলা, গুম-খুন উপেক্ষা করে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, ভাইস প্রেসিডেন্ট আলিম চোকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক ইরাদ মুন্সি, আরিফ সরদার, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।