সেলিম হোসেন মায়া (স্টাফ রিপোর্টার):
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত এলাকায় অক্রেয় মারমার দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত সাড়ে এগারোটায় উপজেলার সীমান্ত এলাকা মগপাড়ায় এ ঘটনা ঘটে। এলাকাটি দুর্গম হওয়ার ফায়ার সার্ভিস পৌছানোর আগেই দোকানটি সম্পুর্ণ পুড়ে যায়।
উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ লিটন বৈষ্ণব বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এতে ক্ষয়ক্ষতি পরিমান আনুমানিক তিন লক্ষ্য টাকা বলে ধারণা করা হচ্ছে।