অধ্যাপক শেখ কামাল উদ্দিন:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পারিবারিক পূর্ব বিরোধের জেরে ধান শুকানোর স্থান নিয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে ছুরিকাঘাতে সুজন ফকির (৩০) নামে এক যুবক খুন হয়েছেন।
বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামে ঘটে এ মর্মান্তিক খুন। নিহত সুজন একই গ্রামের খোকন ফকিরের ছেলে। অভিযুক্ত শাওন (২২) ও নিহত সুজন পরস্পর চাচাতো ভাই। অভিযুক্ত শাওন পরিবারসহ পালিয়েছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে বাড়ির আঙিনায় ধান শুকানোর স্থান নিয়ে সুজন ও শাওনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শাওন সুজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়।
নিহত সুজন ফকিরের ৩ বছর বয়সের ১ ছেলে ও দেড় বছর বয়সের ১ কন্যা সন্তান রয়েছে। এ মর্মান্তিক মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এলাকায় সন্ত্রাসী ও মাদক কারবারী হিসেবে সে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ইতোপূর্বে মাদকের মামলায় গ্রেফতারও হয়েছিলেন তিনি।
কসবা থানার অফিসার ইনচার্জ মো. আবদুল কাদের জানান, ধান শুকানোকে কেন্দ্র করে আপন চাচাত ভাইয়ের ছুরিকাঘাতে একজন খুন হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।