অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের কলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কিশোরগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব সাধন চন্দ্র দাস (৬৫) দূর্ঘটনায় আহত হয়ে ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
এর আগে তিনি কিশোরগঞ্জ যাওয়ার পথে জেলার করিমগঞ্জ এলাকায় দূর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন এবং বুধবার (২৯ অক্টোবর) সকালে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে মৃত্যুবরণ করেন। কলমা ইউনিয়নের চেয়ারম্যান রাধাকৃষ্ণ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।