ঢাকা | বঙ্গাব্দ

বৈরী আবহাওয়া উপেক্ষা করে নবীনগরে বিএনপির বিজয় মিছিল

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ও জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫- আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 05-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 187 জন
বৈরী আবহাওয়া উপেক্ষা করে নবীনগরে বিএনপির বিজয় মিছিল ছবির ক্যাপশন: বিএনপির বিজয় মিছিল
ad728



মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ও জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫- আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বৈরি আবহাওয়া থাকা সত্বেও বৃষ্টি ভিজে শতশত দলীয় নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে আলীয়াবাদ বাস স্ট্যান্ড জমায়েত হন। পরে বৃষ্টির মাঝেই ওই স্থান থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীনগর সমবায় মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সমবায় মার্কেট এর সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।


 সভায় কাজী নাজমুল হোসেন তাপস বলেন, দিল্লির দোসর দিল্লি চলে গেছে, গত ১৭ বছরের গুম, খুন, নিপীড়ন, নির্যাতন এবং জুলাই আগষ্টের গণআন্দোলনে নবীনগরের ৬ জনসহ সারাদেশের সকল শহীদের হত্যার বিচার হতে হবে, হতেই হব।


 তিনি আরো বলেন, তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি আধুনিক, কল্যাণমুখী ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাসহ আগামী নির্বাচনে জনগণের আস্থার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দিতে তরুণদের ভোট হবে ধানের শীষের পক্ষে ইনশাআল্লাহ। 



এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সদস্য আবু সায়েদ, মো. হযরত আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, সাবেক মেয়র মোহাম্মদ মাইনুউদ্দিন আহমেদ মাইনু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. শাহাবুদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুল, উপজেলা যুবদলের সভাপতি মো.এমদাদুল বারী, পৌর যুবদলের সভাপতি মো.আলী আজম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আপেল মাহমুদ, জিয়া মঞ্চের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক রুবেল আকরাম প্রমুখ। বিজয়  মিছিলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ