ঢাকা | বঙ্গাব্দ

শার্শার দাউদখালী গ্রামে সন্ত্রাসী হামলা,দুই সন্ত্রাসী আটক,গুলির খোঁসা উদ্ধার

যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় তারা গ্রামের দুজন বিএনপি কর্মীকে পিটিয়ে জখম করে। পরে গ্রামবাসী প্রতিহত করলে গুলি ছুড়তে ছুড়তে তারা পালিয়ে গেলেও ইমরান হোসেন(৩৪) ও আরিফ পারভেজ(২৩) নামে দু সন্ত্রাসীকে আটক করে জনতা।
  • আপলোড তারিখঃ 22-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14267 জন
শার্শার দাউদখালী গ্রামে সন্ত্রাসী হামলা,দুই সন্ত্রাসী আটক,গুলির খোঁসা উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহিত
ad728



নিজস্ব প্রতিবেদক:

যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় তারা গ্রামের দুজন বিএনপি কর্মীকে পিটিয়ে জখম করে। পরে গ্রামবাসী প্রতিহত করলে গুলি ছুড়তে ছুড়তে তারা পালিয়ে গেলেও ইমরান হোসেন(৩৪) ও আরিফ পারভেজ(২৩) নামে দু সন্ত্রাসীকে আটক করে জনতা।


বুধবার(২২ অক্টোবর) দুপুরে এ ঘটনাটি ঘটে। 

আটক ইমরান হোসেন উপজেলার কালীয়ানী গ্রামের

আব্দুল মোতালেবের ছেলে ও আরিফ পারভেজ পাঁচভুলোট গ্রামের আব্দুস সালামের ছেলে।


গ্রামবাসীরা জানান, দউদখালী গ্রামের নিকিরি পাড়ার আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের সহ কয়েকটি পরিবারকে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস দলীয় পৃষ্ঠপোষকতা করায় বিএনপির ত্যাগী নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়ে ওই আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপির কোন কর্মকান্ডে থাকতে পারবেনা বলে ঘোষনা দেন।ত্যাগি  নেতাকর্মীদের এ ঘোষনায় ক্ষুদ্ধ হন বিএনপি নেতা কুদ্দুস আলী বিশ্বাস। পরে তার নির্দেশে গোগা ইউনিয়নের পাঁচ ভুলোট গ্রামের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা আজিবর বদ্দীর ছেলে সাজু বদ্দিসহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী বাহীনী এসে গ্রামে হামলা চালিয়ে জাহান আলী ধাবকের ছেলে আলী হোসেনকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে।বাঁধা দিতে এলে তার ভাই জাকির হোসেনকে ও পিটিয়ে আহত করে। পরে গ্রামবাসী প্রতিহত করতে গেলে সন্ত্রাসী সাজু বদ্দি পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি চালায়।গুলির শব্দে গ্রামের আরো লোকজন এগিয়ে এলে আরো কয়েক রাউন্ড গুলি চালিয়ে ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দু'সন্ত্রাসীকে আটক করে জনতা। পরে পুলিশ এসে দু সন্ত্রাসীকে হেফাজতে নেয় এবং উত্তেজিত গ্রামবাসীকে শান্ত করে। এ সময় কয়েটি গুলির খোঁসা উদ্ধার করা করে পুলিশ।


সিনিয়র সহকারী পুলিশ সুপার(নাভারন সার্কেল) আরিফ হোসেন জানান,খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন সহ দু সন্ত্রাসীকে হেফাজতে নিয়েছে। বাকী সন্ত্রাসীদের আটক ও আইগত পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

শার্শায় সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের ১০ জন আহত