রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে চরশাঁখচুড়া নামাপাড়া জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার রাতে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
দুগাছিয়া জামিয়া হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক এ্যাডঃ আল ফাতাহ্ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সহকারী মহাসচিব অধ্যাপক জাকারিয়া শরীফ।
প্রধান বক্তা ছিলেন ঐতিহাসিক পাগলা মসজিদের পেশ ইমাম পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান। আমন্ত্রিত ওলামায়ে এর মধ্যে ওয়াজ করেন ঢাকা জামিয়া ইসলামিয়া হাদীকাতুল কুরআন পরিচালক মাওলানা মুফতি হাবিবুল্লাহ সোলাইমানী, সরদার বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আরিফুল ইসলাম ও হালুয়াঘাট মদিনা নগর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শামসুল ইসলাম ও চরশাঁখচুড়া নামাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল হুদা।