ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে ১৩৮টি প্রাথমিক বিদ্যালয়ে উন্নত ওয়াশরুম সুবিধা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্নত ওয়াশরুম সুবিধা প্রাপ্তি ও ব্যবহার বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 29-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9491 জন
গফরগাঁওয়ে ১৩৮টি প্রাথমিক বিদ্যালয়ে উন্নত ওয়াশরুম সুবিধা বিষয়ে ওরিয়েন্টেশন  অনুষ্ঠিত ছবির ক্যাপশন: উন্নত ওয়াশরুম সুবিধা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান
ad728


 

রফিকুল ইসলাম খান,  গফরগাঁও প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্নত ওয়াশরুম সুবিধা প্রাপ্তি ও ব্যবহার বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।


 বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ আয়োজনে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন। 


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা অফিসার এস. এম আজহারুল ইসলাম। 

ওরিয়েন্টেশনের সভাপতিত্ব করেন গফরগাঁও  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নূর এ আলম ভূইয়া।


প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সায়মা সুলতানা ও জিনাত ফারাহ দীনা পাঠান।

এ সময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং উপজেলার ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


ওরিয়েন্টেশনের বক্তারা বলেন, স্কুল পর্যায়ে উন্নত ওয়াশ ব্লক সুবিধা নিশ্চিত করা হলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি কমবে এবং স্কুলে উপস্থিতি বৃদ্ধি পাবে। পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টির মাধ্যমে প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব হবে।

অতিথিরা আশা প্রকাশ করেন, ওরিয়েন্টেশনের মাধ্যমে শিক্ষকবৃন্দ ওয়াশ ব্লকের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে আরও সচেতন হবেন এবং শিক্ষার্থীদের মধ্যেও স্বাস্থ্যবিধি অনুসরণের অভ্যাস গড়ে তুলবেন।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

শার্শায় সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের ১০ জন আহত