ঢাকা | বঙ্গাব্দ

মাদারীপুরে জুয়া খেলার অভিযোগে.৪ যুবক আটক

  • আপলোড তারিখঃ 27-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 70523 জন
মাদারীপুরে জুয়া খেলার অভিযোগে.৪ যুবক আটক ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

মাদারীপুর: মাদারীপুরের ডাসারে জুয়া খেলার অভিযোগের সন্দেহে ৪ যুবককে আটক করছে পুলিশ। মঙ্গলবার রাতে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন একই উপজেলার খিলগ্রামের সালাম তালুকদারের ছেলে আসিব তালুকদার (২৪), বাঘমারা গ্রামের গোপাল মল্লিকের ছেলে বিপ্লব মল্লিক (২৩) একই গ্রামের ছেলে পুলিন মল্লিকের ছেলে মিলন মল্লিক(২৫) ও শশিকর গ্রামের অনিল রায়ের ছেলে অংকন রায়(২৬)।
পুলিশ জানায়, মাদারীপুরের ডাসার উপজেলার গোপালগঞ্জের কোটালীপাড়ার সিমান্তবর্তী এলাকায় বিলের পানির  মধ্যে একটি পরিত্যক্ত উচু ভিটায় বর্ষা মৌসুমে আসর বসিয়ে জুয়া খেলা পরিচালনা করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে আটক করা হয় ৪ জনকে। 
মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম বলেন, ‘আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমানাবর্তী এলাকায় একটি চক্র জুয়া খেলার নেতৃত্ব দিচ্ছে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে।'


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান