ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে কাভার্ডভ্যানে মিললো চালকের মরদেহ

চট্টগ্রাম মহানগরীর বোয়ালখালীতে একটি ট্রান্সপোর্ট কাভার্ডভ্যান থেকে চালক মো. মহিউদ্দিন (৪০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 26-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9078 জন
বোয়ালখালীতে কাভার্ডভ্যানে মিললো চালকের মরদেহ ছবির ক্যাপশন: সংগৃহিত
ad728


আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরীর বোয়ালখালীতে একটি ট্রান্সপোর্ট কাভার্ডভ্যান থেকে চালক মো. মহিউদ্দিন (৪০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।


রোববার (২৬ অক্টোবর) দুপুরে কালুরঘাটের বাদামতলা এলাকায় পার্কিং করে রাখা ওই গাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।মহিউদ্দিন ফটিকছড়ির নারায়ণ হাট এলাকার উকিল পাড়ার মো. ইউনুসের ছেলে। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।


জানা যায়, চালক মহিউদ্দিন গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলার টেকনাফের উখিয়া থেকে কাভার্ডভ্যানে মালামাল নিয়ে পূর্ব কালুরঘাটের একটি পেপার মিলে আসেন।



আমীর আলী শাহ ট্রান্সপোর্টের মালিক মো. রাসেল আহমেদ জানান, টেকনাফ থেকে মালামাল নিয়ে বৃহস্পতিবার রাতে একা গাড়ি চালিয়ে বোয়ালখালীতে পৌঁছান মহিউদ্দিন। পরদিন শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মালামাল আনলোড করা হয়। সন্ধ্যায়ও তার সঙ্গে যোগাযোগ হয়েছে। এরপর থেকে তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও মহিউদ্দিন রিসিভ করেননি। 

রোববার (২৬ অক্টোবর) আমাদের অন্য গাড়ির হেলপার ও স্থানীয় বাসিন্দারা গাড়িটি দেখতে পেয়ে চালকের আসনে উঁকি দিয়ে দেখে মহিউদ্দিনের মরদেহ।


চালকের লাশের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. নোমান আহমেদ ও বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, কাভার্ডভ্যান চালকের আসনের পেছনে বিশ্রামের একটি সিট রয়েছে। ওই সিটে চিৎ হয়ে শোয়া অবস্থায় মহিউদ্দিনের মরদেহ পাওয়া যায়। তার ডান হাত মাথার নিচে ছিল। পচন ধরে গেছে।


তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান