ঢাকা | বঙ্গাব্দ

সিদ্দিকুর আহবায়ক, রাজ্জাক সদস্য সচিব তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড-এর আহবায়ক কমিটি অনুমোদন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ তাড়াইল উপজেলা কমান্ডের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
  • আপলোড তারিখঃ 21-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 29576 জন
সিদ্দিকুর আহবায়ক, রাজ্জাক সদস্য সচিব  তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড-এর আহবায়ক কমিটি অনুমোদন ছবির ক্যাপশন: আহবায়ক কমিটি
ad728


আমিনুল ইসলাম বাবুল :

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ তাড়াইল উপজেলা কমান্ডের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২০ আগস্ট) কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ড-এর সভায় তাড়াইল উপজেলা কমান্ড-এর আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্বা মো. মাহমুদুল ইসলাম জানু এডভোকেট ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্বা মো. হাবিবুর রহমান এঁর স্বাক্ষরিত এক অনুমোদন পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তাড়াইল উপজেলা কমান্ডের ৭ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটিতে বীর মুক্তিযোদ্বা সিদ্দিকুর রহমানকে (গেজেট নং ৯৮৫) আহবায়ক, বীর মুক্তিযোদ্বা মো. মাহবুবুর রহমান ভূঞাকে (গেজেট নং ১১১৯) যুগ্ম-আহবায়ক ও বীর মুক্তিযোদ্বা মো. আব্দুর রাজ্জাককে (গেজেট নং ৯৮৯) সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্বা হাজী মো. সফির উদ্দিন (গেজেট নং ১১২১), বীর মুক্তিযোদ্বা আশাদুজ্জামান (গেজেট নং ১০৩৬) ,বীর মুক্তিযোদ্বা আলী আশরাপ (গেজেট নং ১০২৮)ও বীর মুক্তিযোদ্বা মো. লিয়াকতআলী (গেজেট নং ৩৪৪৫)।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্বা মো. মাহমুদুল ইসলাম জানু এডভোকেট বলেন, দীর্ঘ সময়ের ব্যবধানে বীর মুক্তিযোদ্ধাদের ক্ষমতা কুক্ষিগত ছিল। সেই ক্ষমতা পুনরুদ্ধার হয়েছে। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্দেশক্রমে নবগঠিত জেলা ইউনিটকে সাথে নিয়ে এ আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আশাকরি নেতৃবৃন্দ আগামীতে সুন্দর একটি নির্বাচিত কমিটি উপহার দিবেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।