ঢাকা | বঙ্গাব্দ

মাদারীপুরের শিবচরে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

  • আপলোড তারিখঃ 23-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1688 জন
মাদারীপুরের শিবচরে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে তালাবদ্ধ ঘর থেকে ৬০ বছর বয়সী এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের ‘চর কাঁচিকাটা’ গ্রামের নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রেনু বেগম ওই গ্রামের মৃত সাদেক হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই মেয়েকে বিয়ে দেয়ায় তারা থাকেন শ^শুরবাড়ি। আর একমাত্র ছেলের চাকুরির সুবাধে রাজধানী ঢাকায় বসবাস। স্বামীর মৃত্যুর পর নিজবাড়িতে একাই থাকতেন ৬০ বছর বসয়ী বৃদ্ধা রেনু বেগম। সকালে রেনুর কোন সাড়াশব্দ পাচ্ছিল না প্রতিবেশিরা। পরে তালাবদ্ধ করে জানালা দিয়ে বিছানায় রক্তাক্ত অবস্থায় রেনুকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ এসে তালা ভেঙ্গে বিছানা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের ধারণা চুরি করে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ায় সময় বৃদ্ধা বিষয়টি দেখায় গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, ‘খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ধারণা করা হচ্ছে চোরচক্র বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে। এরইমধ্যে সিআইডিকেও বলা হয়েছে, তারা হত্যার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। এ ব্যাপারে নেয়া হবে সব ধরনের আইনগত ব্যবস্থা।’


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে আধাবেলা অবরোধ, শুক্রবার মহাসমাবেশ