ঢাকা | বঙ্গাব্দ

টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে কামরুজ্জামান জীবন (২৫)নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
  • আপলোড তারিখঃ 09-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 189931 জন
টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা ছবির ক্যাপশন: নিহত কামরুজ্জামান জীবন
ad728

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :   গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে  কামরুজ্জামান জীবন (২৫)নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৯ এপ্রিল) রাত ৩টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া আলম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। 

এঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আটককৃতরা হলেন, শামসুদ্দিন (৩২), পলাশ(৩০) ও রনি (২২)। আটককৃতরা দত্তপাড়া এলাকার বাসিন্দা।

নিহত ব্যক্তি হলেন, গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার দেলোয়ার হোসেন ছেলে কামরুজ্জামান জীবন।

পুলিশ জানায়, ভোর রাতে শামসুদ্দিন ও সুজন মোবাইল ফোনে জীবনকে ডেকে নিয়ে সাহাজ উদ্দিন সরকার স্কুলের সামনে নিয়ে যায়। পরে সেখানে মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বিরোধের সৃ্ষ্টি হয়। একপর্যায়ে সুজন ধারালো ছুরি দিয়ে জীবনের পায়ে আঘাত করলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে আলম মার্কেট এলাকায় এসে সড়কে পরে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সম্পৃক্ত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন আছে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান