ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

খাগড়াছড়িতে ৮শ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৫ হাজার টাকা সহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকাবাল বাহারের ভগ্নীপতি জাতীয় পাটির নেতা মোশাররফ হোসেন জুয়েল(৩৫)কে আটক করেছে পুলিশ।
  • আপলোড তারিখঃ 28-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 7162 জন
খাগড়াছড়িতে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন: মোশারফ হোসেন
ad728



স্টাফ রিপোর্টার

খাগড়াছড়িতে ৮শ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৫ হাজার টাকা সহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকাবাল বাহারের ভগ্নীপতি জাতীয় পাটির নেতা মোশাররফ হোসেন জুয়েল(৩৫)কে আটক করেছে পুলিশ।


২৮ জুলাই ২০২৫, সোমবার  বিকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জুয়েল আহমেদের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে। আটকের পর সে নিজেকে খাগড়াছড়ি জেলা জাতীয় পাটির সাবেক সাংগঠনিক সম্পাদক বলে পুলিশকে জানায়।


স্থানীয়রা জানায়,  জেলার শান্তি নগরের বাসিন্দা ও পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের জিয়ানগর গ্রামের মোঃ মোসলেম উদ্দিন ভূঁইয়ার ছেলে মোশাররফ হোসেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকাবাল বাহারের ভগ্নীপতি । সে ভদ্রতার মুখোশ পড়ে রমরমা ইয়াবা কারবারি করতে গিয়ে ইয়াবা সহ পুলিশের হাতে আটক হয়েছে । তবে ইকবাল বাহারের ইনভেস্টম্যান্টে এই ব্যবসা দীর্ঘদিন ধরেই চলছে।



খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, মোশাররফ হোসেনকে অনুসরণ করে সরকারি স্কুল মাঠ সংলগ্ন হিল কুইন গেস্ট হাউজের সামনে থেকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা স্কুটি তল্লাশি করে ইস্কুটির সিটের নিচ থেকে ৮শ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল