নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)।
কচুয়ায় সারা দেশের ন্যায় ওএমএসের (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি) আওতায় ২৪ টাকা দরে আটার কেজি বিক্রি কার্যক্রম এর উদ্ভোদনী অনুষ্ঠান অনুষ্ঠিত।
সোমবার সকাল ১১ টায় কচুয়া বাজার সংলগ্ন কর্মকারপট্টিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সৈয়দা সানিয়া আক্তার,ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিপন আহমেদ,কচুয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা ও (ওএমএসের) ট্যাগ অফিসার মোঃ রায়হান হোসেন,কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও (ওএমএসের) ডিলার মোঃ রবিউল ইসলাম,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী সহ কচুয়া উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সৈয়দা সানিয়া আক্তার বলেন,কচুয়া উপজেলায় (ওএমএসের) আওতায় মোট ৪টি স্থানে (কচুয়া,লড়ারহাট,বাঁধাল ও সাইনবোর্ড বাজারে) ডিলারের মাধ্যমে আটা বিক্রি শুরু করা হয়েছে।প্রতি জনকে ৫ কেজি করে প্রতি কেজি ২৪ টাকা দরে মোট ১২০ টাকায় বিক্রি করা হচ্ছে বলেও জানান।
উদ্বোধন অনুষ্ঠানে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান বলেন, ওএমএসের আওতায় কচুয়া উপজেলায় ৪টি স্পটে আটা বিক্রি করা হচ্ছে। এখানে নির্ধারিত মূল্য পরিশোধ করে ভোক্তারা আটা নিবেন।আমরা বিশ্বাস করি কচুয়ার মানুষ শান্তি ও শৃঙ্খলাভাবে এই কার্যক্রমে সরকারকে সহযোগিতা করবে এবং আমরা যে কোন প্রকার সহযোগিতার জন্য আপনাদের পাশে আছি।
এছারা তিনি আরও বলেন ভোক্তাদের স্বস্তি দিতেই আজ থেকে ২৪ টাকা দরে আটা বিক্রির কার্যক্রম শুরু হলো।কোনো ডিলার এই কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।