ঢাকা | বঙ্গাব্দ

‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ এই স্লোগানে কটিয়াদীতে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

  • আপলোড তারিখঃ 02-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 80346 জন
‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ এই স্লোগানে  কটিয়াদীতে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ছবির ক্যাপশন: ছবি:- জার্নাল অব কান্ট্রি
ad728

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ এ স্লোগানে স্লোগানে পালিত হয়েছে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এ দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা শ্রমিকদল, উপজেলা রাজমিস্ত্রী ও রাজমিস্ত্রীসহযোগী উন্নয়ন সমবায় সমিতি এবং উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন পৃথক পৃথক আয়োজনে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে, উপজেলা শ্রমিক দলের আয়োজনে কটিয়াদী বাসষ্ট্যান্ড থেকে, উপজেলা রাজমিস্ত্রী ও রাজমিস্ত্রীসহযোগী উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর আয়োজনে কটিয়াদী নদীর বাঁধ থেকে এবং উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন আয়োজনে রফিক মোড়ের সামনে থেকে পৃথক পৃথক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালি শেষে শ্রমিক দলের উদ্যোগে কটিয়াদী বাসষ্ট্যান্ড পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা এবং উপজেলা রাজমিস্ত্রী ও রাজমিস্ত্রীসহযোগী উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে কটিয়াদী নদীর বাধের দক্ষিণ পাশে রফিক মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে অংশ গ্রহণ করেন, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহ-সভাপতি ও কটিয়াদী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষী, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও আচমিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু, মিজানুর রহমান স্বপন, মোঃ জসিম উদ্দিন মেনু, মোঃ শফিকুর রহমান বাদল, সৈয়দ আরেফিন তারা, মোঃ শহিদুল্লাহ, আতিকুর রহমান আতিক, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জাইদুল, যুগ্ন সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, শফিকুল ইসলাম ফুলু, মোঃ সামসুর হক চাঁন মিয়া মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, হাজী মোহাম্মদ আলী, প্রবাসী কল্যাণ সম্পাদক জহির উদ্দিন বাদশা, ইলিয়াস কাঞ্চন শরীফ, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর আলম মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও কটিয়াদী বাজার বণিক সমিতির আহবায়ক মোঃ ইলিয়াস আলী, পৌর যুবদলের আহবায়ক মোঃ জিল্লুর রহমান, সদস্য সচিব আব্দুল আজিজ প্রিন্স, উপজেলা কৃষক দলের আহবায়ক আজিজুল হক শাজাহান, সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাধারন সম্পাদক ফারুক লস্কর, জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেফায়েত উল্লাহ আঙ্গুর, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, কটিয়াদী পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান সিরাজী ও মীর মোহাম্মদ মোশারফ হোসেন মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক মিয়া, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামল, সাধারন সম্পাদক আবু নায়েম বাবুল, জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম সবুজ, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি শহিদুল ইসলাম দুলাল, সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলামসহ উপজেলা বিএনপি, উপজেলা জামায়াত এবং উপজেলা রাজমিস্ত্রী ও রাজমিস্ত্রীসহযোগী উন্নয়ন সমবায় সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা পেশার শ্রমিকবৃন্দ। 

পরে উপজেলা রাজমিস্ত্রী ও রাজমিস্ত্রীসহযোগী উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে কটিয়াদী নদীর বাধের দক্ষিণ পাশে রফিক মোড়ে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রাজমিস্ত্রী ও রাজমিস্ত্রীসহযোগী উন্নয়ন সমবায় সমিতি মোঃ হাদিউল ইসলামের হাদিউল ইসলাম কোটিপতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।

প্রধান অতিথির বক্তব্যে আরিফুর রহমান কাঞ্চন বলেন, ১লা মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য ও দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে যে আন্দোলন হয়েছিল, সেদিন শ্রমিক তাদের অধিকার আদায়ের জন্য আত্মাহুতি দিয়েছিলেন। শ্রমিকদের আত্মত্যাগের সম্মানেই আজ পালিত হচ্ছে মহান ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিগত ১৭টি বৎসর আমরা শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলতে পারিনি। বিগত আন্দোলনে শ্রমিক দলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। নিহত ও আহত হয়েছে অনেকে, কেউ কেউ হয়েছে পঙ্গু। শ্রমিকরা তাদের অধিকারের আদায় করতে গিয়ে হয়েছেন মামলা হামলার শিকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলেই শ্রমিকরা তাদের অধিকার ফিরে পারে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল