ঢাকা | বঙ্গাব্দ

রামগড়ে নিজবাড়ি থেকে মা ও মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় নিজ বাড়ির বিচানা থেকে মা-মেয়েকে গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
  • আপলোড তারিখঃ 21-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 29446 জন
রামগড়ে নিজবাড়ি থেকে মা ও মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: মা ও মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার
ad728



সেলিম হোসেন মায়া (স্টাফ রিপের্টার):

খাগড়াছড়ির রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় নিজ বাড়ির বিচানা থেকে মা-মেয়েকে গলা কাটা মরদেহ  উদ্ধার করেছে পুলিশ।


বুধবার (২০ আগস্ট) রাতের কোন এক সময়ে রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।


নিহতরা হলেন, আমেনা খাতুন (৯৫) স্বামী মীর হোসেন ও তাদের মেয়ে রাহেনা আক্তার (৪৫) স্বামী প্রভাসী মোস্তফা। 


প্রতিবেশি জয়নাল আবদীন জানান, দীর্ঘদিন নিহত আমেনা খাতুনের ছোট ছেলে আবুল বশরের সাথে সম্পত্তি নিয়ে মতবিরোধ চলছিলো। যা কয়েকবার সামাজিকভাবে বিরোধ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে আমেনা বেগমকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেয়া হয়।


নিহতের বড় মেয়ে সালেহা বেগম জানান, আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এক মহিলা প্রতিবেশি তাদের বাড়িতে গেলে ঘরের দরশা খোলা দেখে ঘরে প্রবেশ করে হত্যাকান্ডের ঘটনা দেখে তার  চিৎকার ঘটনা জনাজানি হয়। 


রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। ঘটনার সময় বাড়িতে মা ও মেয়ে ছিল। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। হত্যার কারণ উদঘাটনে পুলিশের বিশেষ ইউনিট কাজ করছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।