ঢাকা | বঙ্গাব্দ

ফজলুর রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে উত্তাল অষ্টগ্রাম

কিশোরগন্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা এডঃ ফজলুর রহমানকে হত্যার হুমকি এবং তার বাসার সামনে মব সন্ত্রাসীর প্রতিবাদে মঙ্গলবার (২৬ আগষ্ট) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 26-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 24760 জন
ফজলুর রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে উত্তাল অষ্টগ্রাম ছবির ক্যাপশন: বিক্ষোভ মিছিল
ad728


অষ্টগ্রাম(কিশোরগন্জ)প্রতিনিধি,

কিশোরগন্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা এডঃ ফজলুর রহমানকে হত্যার হুমকি এবং তার বাসার সামনে মব সন্ত্রাসীর প্রতিবাদে মঙ্গলবার (২৬ আগষ্ট) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১.৩০ টায় অষ্টগ্রাম উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।“রণাঙ্গনের ফজলু ভাই,আমরা তোমায় ভূলি নাই”,“একাত্তরের শুত্রুরা হুঁশিয়ার সাবধান”এরকম বিভিন্ন স্লোগান দেন মিছিলে অংশগ্রহনকারীরা। কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহনে উপজেলা পরিষদের চত্তর থেকে মিছিল শুরু করে সদরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে জামতলী মোড়ে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা হুঁশিয়ার করে বলেন সরকার যদি মব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করে, তাহলে প্রয়োজনে অষ্টগ্রাম,ইটনা,মিঠামইনের সাধারন মানুষকে সঙ্গে নিয়ে ঢাকা অভিমুখে মার্চ করা হবে।

সমাবেশে বক্তব্য রাখেন,অষ্টগ্রাম উপজেলা বি এনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, সহ-সভাপতি জাকির হোসেন শফি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আলী রহমান খান, কৃষকদলের সাধারণ সম্পাদক ফেরদৌস ফরাজী, ছাত্রদলের সভাপতি তিতুমীর হোসেন সোহেল,সাধারণ সম্পাদক আল মাহমুদ মোস্তাক, স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, ছাত্রদলের সাবেক আহবায়ক এস এম জাভেদ,কাস্তুল ইউনিয়ন সাধারণ সম্পাদক তোয়াব প্রধান প্রমূখ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।