ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ের পাগলা ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ 21-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5594 জন
গফরগাঁওয়ের পাগলা ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: সংবাদ সম্মেলন
ad728

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক মোঃ মুকিবুল হাসানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২১ এপ্রিল) বিকেলে গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রদল নেতা মোঃ মুকিবুল হাসান বলেন, “একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ অপপ্রচারের মূল হোতা হচ্ছে বঙ্গবন্ধু এলজিইডি শাখার সভাপতি পরিচয়ধারী ইঞ্জিনিয়ার মাসুদুল ইসলাম মাসুদ। 

ষড়যন্ত্র করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। মানববন্ধন করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। 

তিনি আরও বলেন, আওয়ামী লীগের দোসর মাসুদ বিএনপির মাঝে বিভেদ সৃষ্টি করে আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন করছে। অন্যদিকে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত। ষড়যন্ত্র করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। মানববন্ধন করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। 

ছাত্রদলের নেতারা আরও অভিযোগ করেন, মাসুদের নেতৃত্বে একটি মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুল ইসলাম রুবেল, ইউনিয়ন তাঁতীদল সভাপতি আবু সাইদ প্রমুখ।

সংবাদ সম্মেলন থেকে কেন্দ্রীয় বিএনপি ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে গফরগাঁওয়ে বিএনপির রাজনীতি ও সংগঠনকে সুরক্ষার জন্য ফ্যাসিস্টদের আইনের আওতায় আনার দাবি জানান। 


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার