ঢাকা | বঙ্গাব্দ

কমিটি ঘোষণায় নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

আনন্দ মিছিল করেছে নবগঠিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা।এতে স্লোগানে স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
  • আপলোড তারিখঃ 02-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 53030 জন
কমিটি ঘোষণায় নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল ছবির ক্যাপশন: ছাত্রদলের নেতাকর্মীদের উচ্ছ্বাস
ad728



মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) 

আনন্দ মিছিল করেছে নবগঠিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা।এতে স্লোগানে স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।


সোমবার (০২ জুন) দুপুরে স্থানীয় সমবায় মার্কেট থেকে শুরু করে নবীনগর সরকারি কলেজ পর্যন্ত এ আনন্দ মিছিল করেছে নবীনগর সরকারি কলেজ ছাত্রদল।

নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত রিমন ও সাধারণ সম্পাদক জাহিদ হাসানের নেতৃত্বে মিছিলে ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


পরে সরকারি কলেজ প্রাঙ্গণে  সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আনন্দ মিছিল সমাপ্ত করেন নেতাকর্মীরা। এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছাত্রদলের জেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে ধন্যবাদ জানান নেতারা।

এ সময় সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রিফাত মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আনাস, যুগ্ম-সাধারণ সম্পাদক সবুজ মিয়া, সাংগঠনিক সম্পাদক নাদিশা আলম স্বর্ণাসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল